
নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার রাতে প্রবল বর্ষন হয়েছে দার্জিলিং পাহাড় এবং সমতল শিলিগুড়িতে। পাহাড়ের ২৯ মাইলে ধস নামায় রাস্তা বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে অবশ্য ধস সরানোর কাজ শুরু হয়।অপরদিকে সমতল শিলিগুড়ির আশপাশে বহু এলাকা জলমগ্ন। বৃহস্পতিবার সামগ্রিক পরিস্থিতি নিয়ে পুরসভায় জরুরি বৈঠক করেন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
জরুরী ভিত্তিতে শিলিগুড়ি পুরসভায় বৃহস্পতিবার বৈঠক করেন গৌতমবাবু। মূলত দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । প্রথমত: কয়েকদিন যাবত ভারি বৃষ্টির ফলে যে বন্যাজনিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা মোকাবিলা করা । মহানন্দা, পঞ্চনই, ফুলেশ্বরী, জোড়াপানি এই নদী গুলোর জল বিপদ সীমা ছুঁই ছুঁই করছে । কিছু কিছু জায়গাতে জলমগ্নতাও আছে । এর আগে ইয়াস যখন এসেছিল তখন পুরসভা একটা সমন্বয় কমিটি গঠন করেছিল। সেই কমিটিকে আবার সক্রিয় করা হয়েছে । প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব জানিয়েছেন, পুর সভা , ইরিগেশন এবং এস ডি ও অফিসে তিনটি কন্ট্রোল রুম খোলা হবে । জরুরী ভিত্তিতে খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী এবং ত্রাণ শিবিরও প্রস্তুত করা হবে যাতে করে বন্যা কবলিত মানুষদের দ্রুত স্থানান্তর করা যায় ।
দ্বিতীয়ত: ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এদিন আলোচনা হয়েছে । সুডা -র ডাইরেক্টর, কে এম ডি এ -র মুখ্য বাস্তুকার, জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের আধিকারিক বৃন্দ তাতে উপস্থিত ছিলেন । তারা শিলিগুড়িতে ওইসব কাজ গুলো পরিদর্শন করছেন ।শুক্রবার এন জি টি এ থেকে টেকনিক্যাল জাস্টিস এলাকা পরিদর্শন করবেন ।এদিনের
বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর সভার প্রশাসক মন্ডলী, সেচ দপ্তর, পি এইচ ই, ইলেকট্রিসিটি, মহকুমা শাসক, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক বৃন্দ সহ অন্যান্যরা । বৈঠক
