
নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার শিলিগুড়ি শহরে গ্রীন ট্রাইবুনালের এক প্রতিনিধি দল আসে। এক বিচারপতির নেতৃত্বে গ্রীন ট্রাইবুনালের প্রতিনিধিরা শহরের পরিবেশ দূষন নিয়ে রিপোর্ট সংগ্রহ করেছেন। তাঁরা মহানন্দা নদী, ডাম্পিং গ্রাউন্ড নিয়েওর রিপোর্ট সংগ্রহ করেন।রাজ্য দূষন নিয়ন্ত্রণ পর্ষদ এবং শিলিগুড়ি পুরসভার প্রতিনিধিদের সঙ্গেও তাঁরা যোগাযোগ করেন।শহরের নদীগুলোর কি অবস্থা, মহানন্দা নদীর কি পরিস্থিতি, জল দূষন ঠেকাতে পুরসভা কি কি কাজ করেছে প্রভৃতি বিভিন্ন দিক সম্পর্কে তাঁরা খোঁজখবর নেন।তাঁরা শিলিগুড়ি সূর্যসেন পার্কও পরিদর্শন করেন। সেখানে তাদের সঙ্গে ছিলেন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। সূর্যসেন পার্কে তাঁরা বৃক্ষরোপন করেন। জানা গিয়েছে, তাঁরা শিলিগুড়ির দূষন, নদীর অবস্থা প্রভৃতি বিভিন্ন দিক নিয়ে রিপোর্ট জমা করবেন গ্রীন ট্রাইবুনালে।প্রসঙ্গত গত জুন মাসের ৯ তারিখে শিলিগুড়ির পরিবেশ প্রেমী জ্যোৎস্না আগরওয়ালা মহানন্দার দূষন ইত্যাদি নিয়ে গ্রীন ট্রাইবুনালে এক পিটিশন করেন।তার প্রেক্ষিতে শুনানীর দিন ধার্য্য হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর। সেই শুনানির আগে শিলিগুড়ির মহানন্দা দূষন নিয়ে কমিটি গঠন করে রিপোর্ট জমা দিতে আদেশ দিয়েছে গ্রীন ট্রাইবুনাল।
