জলনিকাশী কর্মসূচি জনতা যুব মোর্চার

নিজস্ব প্রতিবেদন ঃ বেশকিছু দিন টানা বৃষ্টির জেরে জলমগ্ন শিলিগুড়ির ৪৬নম্বর ওয়ার্ডের বেশ কিছু স্থান । তাই *ভারতীয় জনতা যুব মোর্চা*, শিলিগুড়ি সাংগঠনিক জেলার ১নম্বর মন্ডল কমিটির পক্ষ থেকে ‘জল নিকাশি’ কর্মসূচি নেওয়া হয় শনিবার । ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ সরকার, জেলা যুব মোর্চার কার্যালয় প্রমুখ সৌরভ ঘোষ, ১নম্বর মন্ডল যুব মোর্চার সভাপতি আস্তিক মন্ডল, বিজেপির ১নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক মান্না ভদ্র সহ মন্ডলের বিভিন্ন যুব কর্মকর্তা ।