
নিজস্ব প্রতিবেদন ঃ জাতি-ধর্ম নির্বিশেষে বিশ্ব কবির চিরাচরিত ভ্রাতৃত্ববোধ ‘রাখি বন্ধন’ উৎসবের আহ্বানে রবিবার উদ্ভাসিত হলেন সকলেই । শিলিগুড়ি পুরসভার আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের উদ্যোগে শিলিগুড়ি গোষ্ঠ পাল মোড়ে রবিবার রাখি বন্ধন উৎসব পালিত হয় । পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, রঞ্জন সরকার সহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন।
দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয়।
শিলিগুড়ি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয়েছে এদিন।
দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের শিলিগুড়ি টাউন-১, ওয়ার্ড নং ২ -র উদ্যোগে এবং মুক্ত মঞ্চ কিংস ক্লাবের সহযোগিতায় একদিবসীয় ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হয় এদিন।পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের হাত ধরে সেই ফুটবল প্রতিযোগিতার সূচনা হয়।
উত্তর ভারত নগর নেতাজি মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে নক্ আউট মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন। ।
পবিত্র রাখি বন্ধন উৎসব রবিবার সর্বত্র পালিত হয় এদিন। শিলিগুড়ি শক্তিগড়ের ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার এদিন ট্রাফিক পুলিশের কর্মীদের রাখি পড়ান। তার সঙ্গে বিভিন্ন ভাবে পিছিয়ে পড়া মানুষদেরও রাখি পড়ান তিনি। করোনায় সেরে ওঠা মানুষদের মুনমুনদেবী রাখি পড়ালে তারা সকলেই মুনমুনদেবীর কাজকে স্যালুট জানান।
#অনগ্রসর_শিশুদের_নিয়ে_রাখি
করোনার দুর্যোগ পর্বে মৃতদেহ সৎকারের মাধ্যমে এক অনন্য নজির সৃষ্টি করেছেন শিলিগুড়ি উত্তর ভারতনগরের সমাজসেবী কাকলি চন্দ সরকার। তিনি মুক্তধারা ফাউন্ডেশন নামে একটি সংস্থাও গঠন করেছেন।কাবেরিদেবী এবং তাঁর সংস্থার মহিলা সদস্যরা রবিবার অন্যরকমভাবে রাখি বন্ধন পালন করলেন।এদিন সকালে তাঁরা শ্রমিক নগরে কার্যত অসহায় এবং অনগ্রসর শিশুদের রাখি পড়ান।নিজেরা রাখি তৈরি করে সেই রাখি কাবেরিদেবীরা শিশুদের পাশাপাশি শিলিগুড়ি ও প্রধান নগর থানার পুলিশ কর্মীদের পড়ান।কিশোর বাহিনীর দেবকুমার দেকেও তাঁরা রাখি পড়ান।শিশুদের মধ্যে তাঁরা বিলি করেন দুধ বিস্কুট ও মিস্টি। রাখির সঙ্গে সঙ্গে নিজে হাতে তৈরি করা লাড্ডুও এদিন বিলি করেন তাঁরা। গিভ লাইট সোসাইটিও এদিন তাদের সঙ্গে রাখি বন্ধন অনুষ্ঠানে সামিল হয়।
#জন্মদিনে_খাতা_কলম_বিতরন
শিলিগুড়ি জংশনের বাণীমন্দির রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক সুশীল কুমার সরকারের কন্যা তথা স্কুলেরই বিজ্ঞান বিভাগের ছাত্রী শ্রেয়সী সরকারের শুভ জন্মদিন উপলক্ষ্যে খাদ্য ও খাতা কলম বিতরণ করা হল সমাজের পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায়ের পরিবারের শিশুদের মধ্যে ।রবিবারের সেই অনুষ্ঠানে সহায়তায় ছিল সবার সাথে সবার পাশে মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানের মাধ্যমে ওই শিক্ষক বার্তা দেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে দেওয়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
#মহিলা_সমিতির_রাখি_বন্ধন
শিলিগুড়ি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় রবিবার রাখি বন্ধন উৎসব পালন করে পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক মহিলা সমিতির ২৬ নম্বর ওয়ার্ড কমিটি। অনুষ্ঠানে শিলিগুড়ি পুরসভার ওয়ার্ড কো-অর্ডিনেটর দীপায়ন রায়, শরদিন্দু চক্রবর্তী, মহিলা সমিতির ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদিকা শুক্লা চৌধুরী প্রমুখ। দেশাত্মবোধক সঙ্গীতের সঙ্গে সেই রাখিবন্ধন পালিত হয়।
#মাটিগাড়ায়_একান্ত_আপনের_অনুষ্ঠান
শিলিগুড়ি মাটিগাড়ার একান্ত আপন” স্বেচ্ছাসেবী সংগঠন রাখি পূর্ণিমা অনুষ্ঠান আয়োজন করে রবিবার। সেই বিশেষ অনুষ্ঠানে বিশেষ ভাবে সক্ষম মানে প্রতিবন্ধীদের সন্মানিত করা হয় মোমেন্ট দিয়ে এবং রাখি পড়িয়ে।অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ, সদস্য গণেশ বিশ্বাস এবং প্রয়াস ফাউন্ডেশন এর সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য। সংগঠনের কর্ণধার সরস্বতী দাস এর নেতৃত্বে সকলের উপস্থিতি পবিত্র দিনটিকে আকর্ষনীয় করে তোলে। গণেশ বিশ্বাস এর গান ও আরও অনেকের কবিতা পাঠ অনুষ্ঠানকে মনোগ্রাহী করে তোলে।
#অন্য_ধ্রুপদের_রাখি_বন্ধন
অন্য ধ্রুপদ কালচারাল অর্গানাইজেশন রবিবার রাখি বন্ধন উৎসব পালন করে। সংস্থার তরফে সোমা সান্যাল চক্রবর্তী জানিয়েছেন, করোনা অতিমারীর এই প্রতিকূল সময়কালের মধ্যে
প্রতি বছরের মতো এ বছরও অন্য ধ্রুপদ রাখী বন্ধনের মাধ্যমে সম্মান জানিয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সেই সব মানুষদের যারা শিলিগুড়ির মানুষদের নিরাপত্তায় প্রতিনিয়ত নিয়োজিত থাকেন। ট্র্যাফিক পুলিশেরাও এর থেকে বাদ পড়েন নি।
এরপর “ভাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর অনাথ শিশুদের হাতে বাখী বেঁধে দেওয়া হয়েছে। সাথে উপহার হিসেবে শিশুদের দেওয়া হয়েছে কিছু শুকনো খাবার। দু’জায়গাতেই রাখীর সঙ্গে মাস্ক বিতরণ করা হয়েছে বলে সোমাদেবী জানিয়েছেন।
