
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের পাশে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। সেই ডাম্পিং গ্রাউন্ডে শহরের বর্জ্য আবর্জনা ফেলা হয়।
শিলিগুড়ি পুরসভার গাড়ির চালকরা প্রতিদিন বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে শহরকে পরিস্কার করতে শহরের আর্বজনা নিয়ে ফেলে ডাম্পিং গ্রাউন্ডে। নিজেদের জীবনকে বিপন্ন করে শহরের নাগরিকদের সুস্থ রাখার জন্য যে কাজটা করে চলেছে ওই গাড়ি চালকেরা তাকে সন্মান জানাতে শিলিগুড়ি পুরসভার ওইসব গাড়ির চালককে রবিবার শিলিগুড়ি সৌমীর পক্ষ থেকে রাখী পরানো হয়। শহরের মানুষের জন্য দিনরাত যারা শহরবাসীর আবর্জনা ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে ফেলে তাদের দীর্ঘজীবনও কামনা করা হয়।সৌমির তরফে মিলি সিনহা জানিয়েছেন, এইসব গাড়ি চালকের কাজকে অবশ্যই কুর্নিশ জানাতে হয়।
