
নিজস্ব প্রতিবেদন ঃ করোনা শুরু হওয়ার পর থেকে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে ভয় দূর করে কাজ চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল। শহর থেকে গ্রামের প্রত্যন্ত এলাকায় পৌঁছে তিনি সেবা করে চলেছেন। করোনা আক্রান্তরা ছাড়াও বহু গরিব মানুষ তাঁর মাধ্যমে উপকৃত। তাই সোমবার শিলিগুড়ি বনমালা থিয়েটার ওয়েলফেয়ার সোসাইটি সংবর্ধনা জানালো ডাক্তার শীর্ষেন্দু পালকে।এদিন ওই সংস্থার তরফে শিক্ষক তথা নাট্য ব্যক্তিত্ব বিশ্বজিৎ রায় এবং অন্যরা ডাক্তার শীর্ষেন্দু পালের কাছে গিয়ে তার হাতে ফুলের তোড়া, স্মারক প্রভৃতি তুলে দেন। বিশ্বজিৎবাবু বলেন, তাঁরা যেসব প্রত্যন্ত এলাকায় গিয়ে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করেছেন সর্বত্র ডাক্তার পাল তাঁর সেবা দিয়েছেন বিনা পারিশ্রমিকে। করোনা শুরু হওয়ার পর বহু ডাক্তারকে তাঁরা দেখেছেন, ভয়ে রোগী দেখা বন্ধ করে বাড়ি বসে রয়েছেন। কিন্তু ডাক্তার শীর্ষেন্দু পাল ব্যতিক্রম।ভয় আশঙ্কা দূরে ঠেলে এই ডাক্তারবাবু মানবিক। দুর্যোগের মধ্যে রোগী দেখাই নয়, ডাক্তার পাল নিজ উদ্যোগে মাস্ক, স্যানিটাইজার, অক্সিমিটার বিলি করেছেন। তাই এরকম চিকিৎসককে উৎসাহিত করা প্রয়োজন বলে তাঁরা মনে করেন। ডাক্তার পাল জানিয়েছেন, তিনি করোনার আগেও মানুষের সেবা করেছেন। যারা গরিব, পয়সা দিয়ে তাঁকে চেম্বারে দেখাতে পারেন না, তাদের তিনি বিনা পয়সায় চিকিৎসা করেছেন এবং আগামী দিনেও করবেন। আর বহু মানুষকে তিনি বিনা পয়সায় ওষুধও বিলি করেছেন।
