
নিজস্ব প্রতিবেদন ঃ যারা ফুটবল খেলায় অংশ নেবেন তাদের প্রত্যেককে বৃক্ষরোপনের বার্তা দিলো ডুয়ার্সের ক্রান্তি অঞ্চলের রাজাডাঙা গ্রামের ওয়াই এফ সি ক্লাব। রবিবার রাখি বন্ধনের দিন উত্তর বারোঘড়িয়া যুব ফেডারেশন ক্লাব ফুটবল খেলার আয়োজন করে। সেখানে উদ্যোক্তারা জানান, তাঁরা প্রত্যেক খেলোয়াড়কে একটি করে গাছের চারা বিলি করছেন আর প্রত্যেককে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপনর পরামর্শ দিচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী তথা বাইক এম্বুলেন্স দাদা করিমূল হক।
