আবার এনজেপি থেকে দার্জিলিংয়ের মধ্যে টয়ট্রেন

নিজস্ব প্রতিবেদন ঃ করোনার ধাক্কায় মুখ থুবড়ে পড়া পর্যটনকে চাঙ্গা করতে একের পর এক ট্রেন চালু করছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। পুজোর সময় পাহাড় সহ ডুয়ার্সে পর্যটকদের ঢল নামার প্রবল সম্ভাবনা। আগামী ২৫আগস্ট থেকে তাই নিউজলপাইগুড়ি-দার্জিলিং গামী টয় ট্রেনও চালু করা হচ্ছে। স্বভাবতই খুশীর জোয়ার এসেছে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে। করোনার দাপটে গত দেড় বছর ধরে বন্ধ ছিলো । বেজায় খুশী পর্যটন ব্যবসায়ীরা। এপ্রসঙ্গে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সাণ্যাল জানালেন, এটা চালু হওয়া অত্যন্ত জরুরী ছিলো। আমরা খুশী। আশাকরি পুজোর সময় পর্যটকরা উত্তরবঙ্গে আসবেন তাদের ছুটি কাটাতে। আগামী ২৫ আগস্ট থেকে নিউজলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেনও চালু হবে। একটানা ধস ও করোনার জেরে বন্ধ ছিলো এই পরিষেবা। কিন্তু পাহাড়ে পর্যটকদের আনাগোনা শুরু হতেই টয় ট্রেন চালু করার সিদ্ধান্ত নিলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ইতিমধ্যেই দার্জিলিং-ঘুম জয়রাইড চালু করা হয়েছে। তাতে ভালো সাড়া পাওয়া গিয়েছে। তাই এবার নিউজলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেনও চালু করা হবে। এতে পুজোর মুখে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশাবাদী রেল। কারণ দেশ-বিদেশ থেকে পর্যটকরা এই ট্রেন চড়তেই ছুটে আসেন শৈলশহরে।
প্রসঙ্গত পর্যটনের সুবিধার্থে মাসখানেক আগেই বন্ধ থাকা শতাব্দী এক্সপ্রেস চালু করেছে রেল। এবার পাহাড়িয়া এক্সপ্রেস ও টয় ট্রেন চালু করতে চলেছেন তারা পুজোর মরশুমকে মাথায় রেখেই।