শিলিগুড়ি জলপাইগুড়িতে পথ কুকুর বেড়ালদের নিবীর্যকরন

বাবলী রায় দেব ঃ শিলিগুড়ি এবং জলপাইগুড়ির রাস্তায় বেশ কিছু দিন ধরে পথ কুকুরের উৎপাত বেড়ে গিয়েছে। সংখ্যা বাড়ছে পথ কুকুরের। তারা রাস্তাঘাটে অনেক সময় পথ চারীদের কামড়েও দিচ্ছে। কিন্তু এইসব পথ কুকুরের সংখ্যা কমাতে সেভাবে কোনও উদ্যোগ নেই। তাই এবার চুপচাপ বসে না থেকে অ্যানিম্যাল হেল্প লাইন শেল্টার শিলিগুড়ি ও জলপাইগুড়িতে পথ কুকুর ও বিড়ালের নিবীর্যকরনের কাজ শুরু করেছে। শুক্রবার এই নিবীর্যকরনের কাজ শুরু হলেও তা আগামী তিন চারদিন ধরে চলবে। শিলিগুড়ি দার্জিলিং মোড়ের দাগাপুর লোকনাথ মিশনের কাছে চলছে তাদের এই বিশেষ শিবির। অ্যানিম্যাল হেল্প লাইন শেল্টারের প্রত্যেক সদস্য সদস্যা এই শিবির সফল করতে দিনরাত পরিশ্রম করছেন। সংস্থার তরফে পশু প্রেমী প্রিয়া পাল জানিয়েছেন, শিলিগুড়ি জলপাইগুড়ি মিলিয়ে ৪০০ কুকুর বিড়াল নিবীর্যকরন হবে আগামী তিন দিন ধরে।