স্বেচ্ছা রক্ত দান এবং করোনার টিকাকরন শিবির শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের বসন্ত বাটিকা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শিলিগুড়ি রোটারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছা রক্ত দান শিবিরের আয়োজন করা হয় রবিবার ।বসন্ত বাটিকা অ্যাপার্টমেন্টে আয়োজিত সেই শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য রঞ্জন সরকার। অন্যদিকে
শিলিগুড়ি পুর সভার উদ্যোগে ২৮ নম্বর ওয়ার্ডের নব জ্যোতি সংঘে ১৮ বছরের উর্ধ্বে নাগরিকদের করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হয় রবিবার ।সেখানে উপস্থিত হয়েছিলেন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব এবং প্রশাসকমন্ডলীর সদস্য রঞ্জন সরকার।