
নিজস্ব প্রতিবেদন ঃ প্রতিদিনই যানজটে অস্থির হয়ে থাকছে শিলিগুড়ি। শহরবাসীর যন্ত্রনার শেষ নেই যানজটে।তাই এই সমস্যা সমাধানে সোমবার শিলিগুড়ি পুরসভায় বৈঠক করেন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। বৈঠকে স্থির হয়েছে, বেআইনি টোটো শহরে চলতে দেওয়া হবে না। বেআইনি টোটো বহু ক্ষেত্রে শহরে যানজট তৈরি করছে।শিলিগুড়ি শহর থেকে বাস স্ট্যান্ড বাইরে সরিয়ে নেওয়ার জন্যও এদিন আলোচনা হয়েছে। শহরের বাগরাকোট বাস স্ট্যান্ড থেকে যানজট তৈরি হচ্ছে। এদিনের বৈঠকে করোনা প্রতিষেধক টিকা নিয়েও আলোচনা হয়েছে। তাছাড়া শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন নিয়েও এদিন আলোচনা হয়েছে।
শিলিগুড়ি পুর সভার সভা কক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠক । মূলত করোনা ভাইরাসের টিকাকরণ, অক্সিজেন প্ল্যান্ট স্থাপন, পরিকল্পনা মাফিক শিলিগুড়ি শহরের পরিকাঠামোগত উন্নয়ন, বিকল্প রাস্তা, শহরের যানজট এবং দু-একটি বাস স্ট্যান্ড সরিয়ে শহরের বাইরে স্থাপন ইত্যাদি বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বৈঠকে ।তাতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর সভার প্রশাসক মন্ডলী, জেলা শাসক সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
