শিক্ষার জন্য শিলিগুড়ির রাস্তায় ধূপকাঠি ফেরি করছে এই দৃষ্টিহীনেরা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার বিধাননগরের ভীমভার দৃষ্টিহীন স্নেহাশ্রম একটি পরিচিত নাম বিভিন্ন মহলে। দৃষ্টিহীনদের শিক্ষা প্রসারে অনবরত প্রয়াস চালিয়ে যাচ্ছে এই স্কুল। কিন্তু এখনও সরকারি সাহায্য স্কুলটি পায়নি।অথচ স্কুল চালানোর খরচ রয়েছে। সেই খরচ সংগৃহীত হয় বিভিন্ন সংবেদনশীল মানুষের আর্থিক অনুদানে। কিন্তু তারপরও স্কুল চালাতে মাঠে নেমেছে স্কুলের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা যা নজিরবিহীন। দৃষ্টিহীন ছাত্ররা নিজেরাই তৈরি করে ধূপকাঠি, ফিনাইল এবং কাগজের প্লেট।এরপর সেই সব সামগ্রী তাঁরা বাজারে ফেরি করে। দৃষ্টিহীনতার মতো প্রতিবন্ধকতা উপেক্ষা করে তাঁরা শিলিগুড়ির দুয়ারে দুয়ারে ধূপকাঠি, ফিনাইল, প্লেট বিক্রি করে।উদ্দেশ্য একটাই, দৃষ্টিহীনদের শিক্ষা বিস্তারে কাজ চালিয়ে যাওয়া ভীমভার স্নেহাশ্রম দৃষ্টিহীন বিদ্যালয়ের ভিতকে আরও মজবুত করা। মঙ্গলবার শিলিগুড়ি সেভক রোডের পানিট্যাঙ্কি মোড়ে শিল্পী বিপ্লব সরকার দৃষ্টিহীনদের ওই লড়াই বা প্রয়াসকে উৎসাহিত করেন কিছু ধূপকাঠি কিনে।বিপ্লববাবু বলেন, এরকম সৎ কাজকে সকলেরই উৎসাহ দেওয়া প্রয়োজন সমাজের স্বার্থে।