শিলিগুড়িতে ইসকন প্রতিষ্ঠাতার জন্মদিন

নিজস্ব প্রতিবেদন ঃ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ইসকন শিলিগুড়িতে প্রভুপাদ এর অভিষেক, আরতী অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ভক্তরা শ্রীল প্রভুপাদের জীবনী সমন্ধে আলোচনায় অংশগ্রহণ করেন। এর সঙ্গে বিশাল আকারের একটা কেক কাটেন উত্তরবঙ্গ সংবাদের জেনারেল ম্যানেজার প্রলয় চক্রবর্তী।অনুষ্ঠানে শিলিগুড়ি ইসকনের সভাপতি আখিলাত্মা প্রিয় দাস উপস্থিত ছিলেন। সবশেষে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় l