
নিজস্ব প্রতিবেদন ঃ নিজেই তিনি সঙ্গীত রচনা করেন আর নিজেই তাতে সুর দেন। এভাবে দেশ প্রেমের ওপর বহু সঙ্গীত রচনা করে তাতে সুর দিয়েছেন শিলিগুড়ির সঙ্গীত শিল্পী অদিতি পি চক্রবর্তী। প্রয়াত পুলিশ অফিসার প্রভাত চক্রবর্তীর স্ত্রী অদিতিদেবী। দেশপ্রেমের ওপর তাঁর বিভিন্ন সঙ্গীত আগামীদিনগুলোয় প্রকাশ করবে খবরের ঘন্টা। আজ দুটি সঙ্গীত প্রকাশ করা হলো।এরমধ্যে একটি সঙ্গীত “আমার কোলের ছেলে তুলে দিলাম তোমার হাতে মাগো
আর ভাবনা কেন করো
আর ভাবনা কেন করো.”।গানটির
সুরকার, গীতিকার ও শিল্পী অদিতি চক্রবর্তী…।
সংগীত শব্দ গ্রহণে সমর্পন দাস…
ডুয়ার্সের মূর্তি নদীর ধারে এর শ্যুটিং হয়েছে। অপর সঙ্গীতটি স্বাধীনতা। সেটিরও সুর দিয়েছেন অদিতিদেবী। তাঁর স্বামী বিয়োগ হয়েছে একবছরও হয়নি।বিয়োগব্যথায় তিনি শোকে মুহ্যমান ছিলেন কিছু দিন আগে। কিন্তু এখন সেই বিয়োগ যন্ত্রণা কাটাতে সঙ্গীত তাঁকে অনেকটা মানসিক শক্তি দিয়ে চলেছে। তাঁর কথায়,সঙ্গীত বা শিল্প কলার চর্চা ইতিবাচক ভাবনা তৈরিতে সহযোগিতা করে।
দুটি সঙ্গীত শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন👇
