
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম বিদ্যাছায়া প্রকল্পের মাধ্যমে সমাজের অনগ্রসর ও প্রান্তিক মানুষের কাছে শিক্ষা ও সংস্কৃতির আলো পৌঁছে দিচ্ছে । শিক্ষক দিবস উদযাপনের মঞ্চে বিদ্যাছায়ার খুদে কলাকুশলীরা তাদের মতো করে একটি অনুষ্ঠান পরিবেশনা করে রবিবার । তার সাথে শ্রমিক পরিবারের পড়ুয়াদের অভিভাবকেরা ইউনিক ফাউন্ডেশন টিমের সকল সহযোদ্ধাদের সম্মানিত করলেন। অভিনব পদ্ধতিতে খোলা উঠানের নিচে শিক্ষক দিবস পালন করলেন বিদ্যাছায়ার পড়ুয়ারা ।
