
নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি পুর সভার সচিব এবং বাস্তুকারদের নিয়ে শিলিগুড়ির পি সি মিত্তল বাস টার্মিনাস পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব সহ অন্যরা । টার্মিনাসটির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে । যেমন- গাড়ি গুলো সহজে ঢোকা ও তা বের করতে বৃত্তাকার রাস্তা নির্মান, চওড়া রাস্তা, মাল্টি লেয়ার কার পার্কিং, সেভক রোড এবং জাতীয় সড়কের একটি সংযোগকারী চওড়া রাস্তা, সৌন্দর্যায়ন সহ সম্পূর্ণ এলাকাটির সদ্ব্যবহার করা ইত্যাদি নিয়ে এদিন সিদ্ধান্ত হয়েছে।
