
নিজস্ব প্রতিবেদন ঃ বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে শুক্রবার সকাল থেকে শিলিগুড়ি জ্যোতিনগরের বিনয় চৌধুরী সরনিতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ডিগনিটির সহায়তায় ওই কর্মসূচি আয়োজন করে ইলেক্ট্রোগ্রুপ। বিশ্বকর্মা পুজো নিষ্ঠার সঙ্গে আয়োজনের পাশাপাশি এদিন সেখানে রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়। তার সঙ্গে সকলের মধ্যে প্রসাদ বা খাদ্য বিতরণ করা হয়। দুশো জনের মধ্যে বিলি করা হয় নতুন শাড়ি। এছাড়াও ছিল বিনামূল্যে চোখ পরীক্ষা শিবির। তার বাইরে মাস্ক ও স্যানিটাইজার বিতরন কর্মসূচি। ইলেক্ট্রোগ্রুপের কর্নধার তথা সমাজসেবী অপূর্ব ঘোষ জানিয়েছেন, মানুষের সেবাই হল আসল পুজো।সেই জন্য প্রতিবছর তিনি বিশ্বকর্মা পুজোর সময় এধরণের মানবিক কর্মসূচির আয়োজন করেন। এবারে তাদের এই পুজো কুড়ি বছরে পা দিয়েছে। তাই বাড়তি মানবিক ও সামাজিক কর্মসূচির আয়োজন। এদিন তাদের সেই অনুষ্ঠানে পদ্মশ্রী তথা বাইক এম্বুলেন্স দাদা করিমূল হক, লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন শঙ্কর কুমার দাস সহ অন্য আরও অনেকে উপস্থিত ছিলেন।
