ক্রান্তির গ্রামে ফুটবল ঘিরে উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদন ঃ বিগত একমাস ধরে ফুটবল খেলার আসর বসানোর সঙ্গে সঙ্গে ক্রান্তির উত্তর বারঘরিয়া ওয়াই এফ সি ক্লাব গাছের চারা বিলি করেছে সকলের মধ্যে। তার পাশাপাশি পরিবেশ সচেতনতা এবং বন্যপ্রাণী রক্ষার ওপর প্রচার করেছে প্রত্যন্ত গ্রামের ওই ক্লাব। এক মাস ধরে সেই গ্রামে ফুটবল ঘিরে ব্যাপক উদ্দীপনা ছিলো। রবিবার সেখানে চূড়ান্ত পর্বের খেলায় মন্ত্রী বুলুচিক বরাইক, পদ্মশ্রী করিমূল হক, ক্রান্তি থানার ওসি সহ অন্যরা উপস্থিত ছিলেন। ফাইনালে বিজয়ী হয়েছে তেসিমিলা বুলেট সংঘ এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে ওয়াই এফ সি ক্লাব। পদ্মশ্রী করিমূল হক খেলা শান্তিপূর্নভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন।বিগত একমাস ধরে ওই গ্রামে ফুটবল ঘিরে ব্যাপক উদ্দীপনা ছিলো।