শিলিগুড়ি দেশবন্ধুপাড়ায় এবারও স্থগিত থাকছে চক্রবর্তী বাড়ির পুজো

নিজস্ব প্রতিবেদন ঃ সে পুজোয় এসেছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সব্যসাচি চক্রবর্তী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন সহ আরও বহু গুনী মানুষ। গোটা রাজ্যে বাড়ির পুজোগুলোর মধ্যে পুরস্কারও এসেছে সে পুজোয়। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার অবন ঠাকুর সরনির সেই চক্রবর্তী বাড়ির পুজো এবারও হচ্ছে না। করোনার জন্যই তাদের ওই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সেই পুজোর প্রধান কর্নধার তথা বিশিষ্ট সমাজসেবী দীপজ্যোতি চক্রবর্তী। দীপজ্যোতিবাবু জানিয়েছেন, প্রায় দেড়শ বছর আগে তাদের এই পুজো হোত বাংলাদেশে। মাঝখানে বহুদিন তা বন্ধ ছিল। শেষে শিলিগুড়িতে ছয় বছর আগে তিনি তাঁর স্ত্রী শ্রাবনী চক্রবর্তীর উৎসাহে আবার ওই পুরনো পুজো শুরু করেন বলে দীপজ্যোতিবাবু জানিয়েছেন। যদিও গতবছরও পুজোর সাত দিন আগে করোনা আক্রান্ত হওয়ায় তাদেরকে শেষ মুহুর্তে পুজো করার সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়।