
নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার ছিল মহামানব তথা সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। আর এই বিশেষ দিনে মানবসেবার জন্য অসামান্য এক কাজ করলেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ মলয় চক্রবর্তী।এদিন সপরিবারে ডাক্তার মলয় চক্রবর্তী পদ্মশ্রী তথা বাইক এম্বুলেন্স দাদা করিমূল হকের গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা করলেন। তাঁর সঙ্গে তাঁর পুত্র ডাঃ মৈনাক চক্রবর্তীও উপস্থিত ছিলেন। গ্রামের মানুষের সেবার জন্য অসাধারণ কাজ করার জন্য পদ্মশ্রী পেয়েছেন করিমূল হক। সেই করিমূলকে পদ্মশ্রীর চেয়েও বড় পদ্মবিভূষণ এমনকি ভারত রত্ন দেওয়া হলেও তিনি খুব খুশি হবেন বলে এদিন জানিয়েছেন ডাঃ মলয় চক্রবর্তী।তিনি পদ্মশ্রীর মানব সেবা সদন হাসপাতালে সবরকম সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিভাবান নিউরোসার্জন ডাঃ মলয় চক্রবর্তী জানান।
