শাড়ি ধুতি পঞ্জাবি কুর্তি র‍্যাপার স্কার্ট নিয়ে প্রদর্শনী শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ শাড়ি ধুতি পঞ্জাবি কুর্তি র‍্যাপার স্কার্ট এবং গয়নার পুজো সম্ভার নিয়ে শুক্রবার বিকালে শিলিগুড়ি সেভক মোড়ের মেয়র হোটেলে শুরু হয়েছে এক প্রদর্শনী। সঙ্গীত শিল্পী দেবমাল্য চট্টোপাধ্যায় এবং তাঁর সঙ্গীসাথীদের প্রয়াসে শুরু হওয়া প্রদর্শনীতে ওইসব সামগ্রী বিক্রিও হচ্ছে। এদিন বিকালে এই প্রদর্শনী উদ্বোধনে শিলিগুড়ির অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক পরিতোষ চক্রবর্তী, নৃত্য শিল্পী সঙ্গীতা চাকি প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে স্বরচিত কবিতা পাঠও করেন পরিতোষবাবু।প্রদর্শনী আয়োজকদের তরফে বিচিত্রা গাঙ্গুলি জানিয়েছেন, পুজোর আগে আগমনী ঘিরে তাদের এই উদ্যোগ।শনিবার দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।