
নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধির ১৫২তম জন্মবার্ষিকি ছিল। এই দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী হেলথ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ও মেনোনাইট সেন্ট্রাল কমিটির সহায়তায় শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি রানিগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের অন্তগর্ত নারী কল্যান সমিতির সভা কক্ষে অহিংসা প্রতিষ্ঠার লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানিগঞ্জ পানিসালি গ্রাম পঞ্চায়েতের সম্পাদক , নারী কল্যান সমিতির ভাইস চেয়ার পারসন প্রমুখ। ওই আলোচনা সভায় আলোচনার বিষয় ছিল পরিবার তথা সামাজিক জীবনে কিভাবে নারী ও শিশুদের হিংসা প্রতিরোধ করে সুরক্ষিত রাখা যায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্প অধিকর্তা তরুণ কুমার মাইতি, শ্যামশ্রী চৌধুরী, উত্তম বর্মন পূজা রক্ষিত, নিতাই সিংহ প্রমুখ। আলোচনা সভায় স্লাইড শো এর মাধ্যমে বিভিন্ন বিষয় আলোচিত হয়। মোট ৫৫ জন স্বনির্ভর দলের মহিলারা ওই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
