
নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার বিকালে শিলিগুড়ি সেভক রোড দুই মাইল লাগোয়া জ্যোতিনগরের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির আশ্রম চত্বরে অনগ্রসর মহিলাদের মধ্যে শাড়ি বিতরন করা হয়। মোট একশজন মহিলার মধ্যে শাড়ি বিতরনের পাশাপাশি পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে শিক্ষার উপকরণ বিলি করা হয়। অনুষ্ঠানে দার্জিলিং জেলা তৃনমুল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, তৃনমুল নেতা দুলাল দত্ত, সমাজসেবী সীবিকা আগরওয়ালা, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির সম্পাদক কমল মজুমদার, পুজো কনভেনর শ্যামল সরকার, ওয়ার্ড কমিটির সভাপতি পঙ্কজ সরকার, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
