
নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার মহা চতুর্থীর সন্ধ্যায় শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন হল।৫২তম বর্ষে এই ক্লাবে এবার পুজোর থিম আগমনীর সানাই বাজে, সাজবে উমা নতুন সাজে।শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের হাত দিয়ে এদিন পুজোর উদ্বোধন হয়। অনুষ্ঠানে ক্লাব কর্মকর্তা নির্মল কুমার পাল, সঞ্জয় সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন।
