ব্যতিক্রমী মানবিক কাজে জামালদহের পঞ্চপান্ডব

নিজস্ব প্রতিবেদনঃ কোচবিহার জেলার মাথাভাঙা এলাকার জামালদহতে রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা পঞ্চপান্ডব।বহু দিন ধরে তারা ব্যতিক্রমী মানবিক কাজ করে চলেছে। এবার তাঁরা এম এস সি পি এইচ ডি পাশ করা এক প্রতিভাবান ব্যক্তিকে জামালদহ থেকে শিলিগুড়ি শালবাড়িতে পৌঁছে দিলেন। ওই ব্যক্তির নাম ওম গুরুং। তিনি কালিম্পংয়ের সেন্ট অগাস্টিন স্কুলের প্রাক্তন ছাত্র। অত্যন্ত মেধাবী কাঠমান্ডুতে গবেষণার কাজও করছিলেন। এরকম ব্যক্তিকেই হঠাৎ লকডাউনের সময় জামলদহের পঞ্চপান্ডব উদ্ধার করে মানসিক ভারসাম্যহীন অবস্থায়। এরপর পঞ্চপান্ডব সদস্যদের আন্তরিকতা এবং সেবায় সুস্থ হয়ে ওঠেন ওমবাবু।তখন জানা যায়, কালিম্পংয়ের সেন্ট অগাস্টিন স্কুলের প্রাক্তন ছাত্র তিনি। পাশ করেছেন এম এস সি, পি এইচ ডিও করেছেন। পঞ্চপান্ডবের স্বেচ্ছাসেবীরা সেন্ট অগাস্টিন স্কুলের প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগ করেন। বেরিয়ে আসে সূত্র। সেই অনুযায়ী ওমবাবুকে শিলিগুড়ি শালবাড়ির একটি হোমে ওই স্কুলেরই প্রাক্তনীদের হাতে তুলে দেওয়া হয়েছে। পঞ্চপান্ডবের এই ব্যতিক্রমী মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন অনেকেই।