
নিজস্ব প্রতিবেদনঃসিকিম ঘুরতে গিয়ে মৃত্যু হল মালদার এক পর্যটকের। মৃত ব্যক্তি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক।ঘটনাটি ঘটেছে সিকিমে। গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।মৃতদেহ মালদায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে তৎপর শুরু করেছে পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে মৃত পর্যটকের নাম দেবরাজ রায় (৪৯)। বাড়ি মালদার ইংরেজবাজার থানার বিবেকানন্দ পল্লী এলাকায়। তাদের এক বন্ধু বিশ্বজিৎ ঝা জানান, প্রতিবছরই তারা বিভিন্ন জায়গায় বন্ধু ও তাদের পরিবার নিয়ে ঘুরতে যান। এবছর ২০জন, মালদা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা মিলে চলতি মাসের ১৭ তারিখ সিকিমের পেডং এ ঘুরতে যান। এছাড়াও সেখান থেকে তারা সিকিমের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। ১৮অক্টোবর শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়েন দেবরাজবাবু।এরপর তড়িঘড়ি সেখানে স্থানীয় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাকে দেখানো হয়। চিকিৎসক জানায় শ্বাস কষ্টের কারনে অসুবিধা হচ্ছে। ফলে সেখানে অক্সিজেন দেওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সিকিম মনিপালে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যদিও এখনও মৃতদেহ ওই বেসরকারি হাসপাতালে রয়েছে। সঙ্গে রয়েছেন বন্ধু ও তার পরিবারের সদস্যরা। এদের মধ্যে বেশ কয়েকজন মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।তবে সিকিমের বিভিন্ন জায়গায় ধস নেমে যাওয়ায় এখনও তারা দুশ্চিন্তায় রয়েছেন তারা কখন ফিরে আসবেন মালদাতে।
জেলা তৃণমূলে শিক্ষা সেলের সভাপতি বিপ্লব গুপ্ত জানান, ফোন মারফত তাদের সাথে যোগা যোগ রেখেছিল। তারা প্রতিবছর পাঁচটি পরিবার বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। সেই মত এবছরও তারা সিকিমে যায়। সেখানে শ্বাস কষ্টের কারনে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে আমরা শোকাহত। ভালো মানুষ ছিলেন তিনি।
