রক্ত দান জীবন দান, রক্তের কোনও জাতধর্ম নেই —খবরের ঘন্টায় আবেদনের পর মিলল রক্ত

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন ধূপগুড়ির লক্ষ্মী প্রামাণিক। তাঁর বয়স প্রায় ৬০ বছর। তাঁর রক্তের গ্রুপ বি নেগেটিভ। জরুরি ভিত্তিতে তাঁর রক্তের প্রয়োজন হয়ে পড়ায় বুধবার রাতে খবরের ঘন্টা ফেসবুক পেজের মাধ্যমে আবেদন জানানো হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী ওই মহিলার রক্ত সংগ্রহ করার জন্য প্রয়াস চালান। শেষে শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের সমাজসেবী শক্তি পালের তৎপরতায় শিলিগুড়ি চম্পাসারি দেবিডাঙার বাসিন্দা জনি যোসেফ বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে রক্ত দান করেন। লক্ষ্মী প্রামাণিকের পরিবারের তরফে ওই মহৎ কাজটি করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়েছে শক্তি পাল এবং জনি যোসেফকে।রক্ত মানে না জাতিধর্মের বিভেদ, রক্ত দান মানে শুধু মানুষের প্রান বাঁচানো। রক্ত দান জীবন দান। রক্ত দান করে মুমুর্ষ রোগীর প্রান বাঁচানো মানে অতি মহৎ একটি কর্ম।