কার্শিয়াংয়ে উন্নয়ন বৈঠকে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন ঃ কার্শিয়াংয়ে গিয়ে পাহাড়ের উন্নয়ন নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কার্শিয়াংয়ে দার্জিলিং ও কালিম্পং এর বিষয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।সেই সময় তিনি অন্যান্যদের নিয়েও কথা বলেন। দার্জিলিং কিভাবে আরও সুন্দর হতে পারে তারজন্য মুখ্যমন্ত্রী আরও পরিকল্পনা করতে চান। মুখ্যমন্ত্রী চান পাহাড় সবসময় শান্ত থাকুক।পাহাড়ের ছেলেমেয়েদের কাজের জন্য যাতে আর বাইরে যেতে না হয় তারজন্য ব্যাপক কর্মসংস্থান, শিল্পায়নের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন কার্শিয়াং থেকে খড়িবাড়ির মডেল স্কুলের উদ্বোধন করেন ভার্চুয়ালি।ওই স্কুলে আগামী শিক্ষা বর্ষ থেকে পঠনপাঠন শুরু হবে।