রক্ত দিয়ে প্রান বাঁচাতে তৈরি ফ্রেন্ডস অফ ব্লাড

নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার শুভ সূচনা হল বহু প্রতীক্ষিত হিউম্যান ব্লাড ব্যাংক FRIENDS OF BLOOD সংস্থার ।এর সঙ্গে সঙ্গে মোট ৩৯ জনের রক্তের গ্রুপ পরীক্ষা হয়। ডুয়ার্সের কাঠাল গুড়ি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এদিন সংস্থার শুভ সূচনা করেন পদ্মশ্রী করিমূল হক।
সংগঠনের তরফ থেকে উদ্যোক্তা জাকির হোসেন , সভাপতি সায়দার রহমান , সদস্য সাব্বির হোসেন প্রমুখেরা সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা সেখানে জানান, রক্তের অভাবে মানুষ আজ ব্যতিব্যস্ত। এই পরিস্থিতিতে আমরা জরুরি প্রয়োজনে হাসপাতালে গিয়ে রক্ত দান করে আসবো।
এদিন ওই সংস্থার শুভ কামনা করেন রাজাডাঙা অঞ্চল প্রধান মোতালেব হোসেন এবং বিশিষ্ট সমাজসেবী ও প্রাত্তন কর্মাধ্যক্ষ আবেদ আলী।