
নিজস্ব প্রতিবেদন ঃ আসন্ন শ্যামা পূজা এবং ছট্ পূজা সুষ্ঠু ভাবে পরিচালনা করতে শিলিগুড়ি পুর সভার সভা কক্ষে শুক্রবার অনুষ্ঠিত হল প্রস্তুতি বৈঠক ।সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর সভার প্রশাসক মন্ডলী, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডি সি হেড কোয়ার্টার, দমকল বিভাগের ডিভিশনাল ফায়ার অফিসার, বিদ্যুতৎ বিভাগের জোনাল ম্যানেজারসহ অন্যান্যরা।
