শিলিগুড়ি সূর্যসেন কলোনিতে অন্নপূর্ণা দেবীর পুজো

নিজস্ব প্রতিবেদন ঃ মঙ্গলবার থেকে শিলিগুড়ি সূর্যসেন কলোনিতে মুভি ক্রাফট মিডিয়ার কার্যালয় চত্বরে নিষ্ঠার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মা অন্নপূর্ণাদেবীর পুজো। মুভি ক্রাফট মিডিয়ার কর্নধার বাবলু ব্যানার্জীর বেনারসের বাড়িতে এই পুজো হয়ে আসছে। সেখান থেকে মায়ের আদেশ পেয়ে শিলিগুড়িতে বাবলুবাবুর স্ত্রী চৈতালি ব্যানার্জী এই পুজো আয়োজনের উদ্যোগ নেন।সেই হিসাবে শিলিগুড়ি সূর্যসেন কলোনির মুভি ক্রাফট মিডিয়াতে চার বছর ধরে এই পুজো হয়ে আসছে। পুজো হয় চার দিন ধরে। দেবী মায়ের সামনে পুজোর সময় চাল, ডাল,নানান শাকসবজি নিবেদন করা হয় । পুজোর শেষ দিনে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শিলিগুড়ি শান্তি নগরের বাসিন্দা তথা পুরোহিত তপন ব্যানার্জী এই পুজো করে আসছেন। অপরদিকে চৈতালি ব্যানার্জী এবং তার স্বামী বাবলু ব্যানার্জী জানালেন, তাদের এই পুজোতে প্রতি বছরই ফিল্ম জগতের নানান সেলিব্রিটি আসেন। তাঁরা আশা করছেন এবারও কোনও সেলিব্রিটি আসবেন। মুভি ক্রাফট মিডিয়ার সমস্ত কর্মী এতে অংশ নেন। এবার চৈতালিদেবীরা মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন, মা যেন গোটা বিশ্বকে করোনা মুক্ত করেন——