প্রাচীন জনজাতি ধীমাল সম্প্রদায়ের লোকসংস্কৃতি ধরে রাখতে কর্মশালা

নিজস্ব প্রতিবেদন ঃ কালী পুজোর পর থেকে শিলিগুড়ি মহকুমার তরাই অঞ্চলের প্রাচীন জনজাতি ধীমালরা শুরু করেছেন তাদের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ধেওসি খাগা। কালী পুজোর অমাবস্যা থেকে পরবর্তী পূর্নিমা না আসা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানের মাধ্যমে ধীমাল সম্প্রদায়ের ছেলেমেয়েরা গ্রামের মধ্যে লোকের বাড়ি বাড়ি গিয়ে ধেওসি খেলবে। নাচগানের মাধ্যমে ধেওসি খেলে অর্থ এবং চাল ডাল সংগ্রহ করা হবে। তারপর হবে পিকনিক। ধীমাল সম্প্রদায়ের প্রান পুরুষ শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি নিবাসী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গর্জেন কুমার মল্লিক জানিয়েছেন, প্রাচীন জনজাতি ধীমাল সম্প্রদায়ের বহু কিছু লুপ্ত হতে বসেছে আধুনিকতার ছোঁয়ায়। ধেওসি খাগা তারমধ্যে একটি। এদিকে ধীমালদের বিভিন্ন সংস্কৃতি ধরে রাখার জন্য গত চার নভেম্বর থেকে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বিশেষ উদ্যোগ গ্রহন করে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধীন ওয়েস্টবেঙ্গল স্টেট একাডেমি অফ ডান্স, ড্রামা মিউজিক এন্ড ভিস্যুয়াল আর্টসের উদ্যোগে ধীমাল লোকসংস্কৃতির ওপর কর্মশালা বসে নকশালবাড়ির মাল্লাবাড়িতে।ধীমালদের নাচ, গান সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় সেই কর্মশালার মাধ্যমে।