জাতীয় দৌড় প্রতিযোগিতায় আবারও সাফল্য দীপ্তি পালের

নিজস্ব প্রতিবেদন ঃ সাফল্য আর সাফল্য। জাতীয় দৌড় প্রতিযোগিতায় আবারও সাফল্য পেলেন শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার দীপ্তি পাল। এর আগে বেশ কয়েকবার জাতীয় দৌড়ে অংশ নিয়ে সাফল্য পেয়েছেন দীপ্তিদেবী। কখনও সোনা কখনও রুপা জিতেছেন তিনি। এবার আবার তিনি সোনা জিতলেন। মহারাষ্ট্রের নাসিকে জাতীয় ভেটারেন্স স্পোর্টস এন্ড গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা৷ তাদের সকলকে হারিয়ে দিয়ে এদিন ১০ কিলোমিটার দৌড়ে সোনা জিতেছেন এই প্রতিভাবান মহিলা দৌড়বিদ। দীপ্তিদেবী ছোট থেকেই দৌড়ে চলেছেন। দৌড় তাঁর নেশা। দৌড় অনুশীলনের সঙ্গে ইদানিং দীপ্তিদেবী সমাজসেবামূলক কাজও করছেন। তাঁর পুত্র স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিক ফাউন্ডেশন টিমের প্রধান কর্মকর্তা। তাঁর এই সোনা জয়ে ক্রীড়াপ্রেমী বহু মানুষ খুশি।