
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানার বুড়াগঞ্জের হাতিডোবা গ্রামের কালকূট সিং হাইস্কুলের মাঠে রবিবার শিশু দিবসকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত শিলিগুড়ি তরাই স্পোর্টস একাডেমি ওই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। গ্রামের বহু শিশু সেখানে দৌড় ছাড়াও লং জাম্প সহ অন্যান্য খেলায় অংশ নেয়। শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য তথা শিক্ষক প্রসেনজিৎ সরকার জানিয়েছেন, প্রত্যন্ত গ্রামে বহু সম্ভাবনাময় খেলোয়াড় রয়েছে। তাঁরা সেই সব ক্রীড়া প্রতিভা উস্কে দেওয়ার কাজে নেমেছেন। এদিন শিশু দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও সারা বছর ধরেই তাদের ক্রীড়া অনুশীলন চলছে। বুড়াগঞ্জের ওই প্রত্যন্ত গ্রাম থেকেই থ্রো বল প্রতিযোগিতায় জাতীয় স্তরে অংশ নিয়েছে ছজন ছেলেমেয়ে। আগামী দিনে আরও ভালো সব খেলোয়াড় তৈরির জন্য তাঁরা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সেই গ্রামেরই খেলোয়াড় লোকনাথ বিশ্বাস দিনরাত এক করে ছেলেমেয়েদের খেলাধূলা শিখিয়ে চলেছে। শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা তথা বিশিষ্ট শিক্ষক পুস্পজিৎ সরকার এই ধরনের খেলোয়াড় তৈরির জন্য নেপথ্যে বড় ভূমিকা পালন করছেন।
