
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি ভারতনগরের তুফানি সংঘে রেইনবো টেবল টেনিস একাডেমিতে শুক্রবার থেকে শুরু হল জিতেন্দ্র মোহন দে সরকার দ্বিতীয় বর্ষ বেঙ্গল স্টেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ চ্যাপ্টার টু। বেঙ্গল স্টেট টেবিল টেনিস এসোসিয়েশনের আয়োজনে এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গের আটটি জেলা থেকে সাতশোর বেশি প্রতিযোগী যোগ দেয়।অনুর্ধ ১১,১৩,১৫,১৭,১৯ এবং সিনিয়র ইভেন্ট এখানে অনুষ্ঠিত হচ্ছে। ভেটারেন্সরাও বিভিন্ন বিভাগের খেলায় অংশ নিচ্ছে। তাছাড়া মিক্সড ডাবলসেরও অনেক খেলা রয়েছে। অলিম্পিয়ান অঙ্কিতা দাস, জাতীয় চ্যাম্পিয়ন জয়ব্রত ভট্টাচার্য, সৌম্যদীপ সরকারের মতো টেবিল টেনিস তারকারাও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বেঙ্গল স্টেট টেবিল টেনিস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুব্রত রায় জানিয়েছেন, ২৪ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।এর মাধ্যমে উত্তরবঙ্গে টেবিল টেনিসের প্রতি আগ্রহ আরও বাড়বে। মালদা থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের সব জেলা থেকে প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব ছাড়াও বিখ্যাত টেবিল টেনিস তারকা অর্জুন মান্তু ঘোষ, রঞ্জন সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রয়াত জিতেন্দ্র মোহন দে সরকারের স্ত্রী বাসন্তী দে সরকারও সেখানে উপস্থিত ছিলেন।
প্রয়াত জিতেন্দ্র মোহন দে সরকার শিলিগুড়ি শহরে একসময় টেবিল টেনিস চর্চা ছড়িয়ে দিতে বিরাট ভূমিকা পালন করেছিলেন।তারই স্মরনে এই প্রতিযোগিতা। জেলা টেবিল টেনিস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ তথা প্রয়াত জিতেন্দ্র মোহন দে সরকারের পুত্র রানা দে সরকার জানিয়েছেন, তাঁরা চাইছেন টেবিল টেনিসের চর্চা আরও ছড়িয়ে পড়ুক।ছেলেমেয়েরা আরও বেশি করে টেবিল টেনিস শিখে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এই অঞ্চলের সুনাম বৃদ্ধি করুক।
