
নিজস্ব প্রতিবেদন ঃ পরিযায়ী পাখিদের নিয়ে বৈঠক পরিবেশপ্রেমী সংস্থা অক্টোপিকের।
শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের পাশে ছোট্ট একটি জায়গা বর্তমানে পর্যটকদের আকর্ষনের কেন্দ্র।শীতের সময় প্রচুর পরিযায়ী পাখি এইস্থানে ভিড় জমানোর ফলে তাদের দেখতে ভিড় জমান পর্যটকরা।বিগত কয়েকবছর আগে পিকনিক,মাইকের দাপাদাপি এবং অসামাজিক কাজের জন্য ধ্বংস হয়েছিল এই স্থানটি।বন্ধ হয়েছিল পরিযায়ী পাখিদের আনাগোনা।
শিলিগুড়ির পরিবেশ প্রেমী সংস্থা *অপ্টোপিক*এর উদ্যোগে শনিবার দূষন মুক্ত পরিবেশ তৈরির জন্য সেখানে বৈঠক বসে। প্রকৃতপক্ষে শীতের শুরুতে প্রত্যেকবছর স্থানীয় মানুষ,প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক সারেন তারা।ব্যতিক্রম হয়নি এবারও। শনিবার ফাসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার,ডিসিপি ( গ্রামীন) অচিন্ত গুপ্ত সহ স্থানীয়দের উপস্থিতিতে আলোচনা সারেন সংস্থার কর্নধার দীপজ্যেতি চক্রবর্তি। বিগত বছরের মতো এবারও পিকনিক মরশুমের সময় শব্দ দূষন ঠেকানোর আলোচনা হয় এবং পরিযায়ী পাখিরা যাতে শান্তিতে থাকতে পারে তারজন্য আলোচনা হয়
