শিলিগুড়িতে সৌমির উদ্যোগে রক্তদান এবং বসে আঁকো প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদন ঃ শিশু দিবস উপলক্ষে রবিবার শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার অবন ঠাকুর সরনির নৃত্য মঞ্জিল মিউজিক একাডেমি চত্বরে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। একইসঙ্গে শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় বলে মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমির সমাজসেবী মিলি সিনহা এবং শ্রাবনী চক্রবর্তী জানিয়েছেন। সৌমির উদ্যোগেই এদিনের ওই অনুষ্ঠান। শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, সমাজসেবী মদন ভট্টাচার্য, মিলন দত্ত, সঞ্জয় টিব্রেওয়াল প্রমুখ সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। গৌতমবাবু সেখানে সৌমির সামাজিক ও মানবিক কাজের তারিফ করেন। বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশবিদ দীপজ্যোতি চক্রবর্তী সহ আরও অনেকে রক্ত দান করেন অনুষ্ঠানে। শিশুদের মধ্যেও সৌমির এই প্রয়াস ঘিরে বাড়তি উদ্দীপনা তৈরি হয়।