
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি বাংলা পক্ষের তরফে রবিবার শিলিগুড়িতে বের হশ মিছিল। একইসঙ্গে কিছু দাবি তোলা হয়েছে। দৃষ্টি আকর্ষণ করা হয়েছে রেল কর্তৃপক্ষের। দাবিগুলোর মধ্যে রয়েছে
শিলিগুড়ি জংশন স্টেশনে বাংলা ভাষায় সব সাইনবোর্ড লিখতে হবে, ভিস্টাডোম ট্রেনে অবিলম্বে সব পরিসেবা বাংলায় দিতে হবে। একইসঙ্গে বাংলা পক্ষের তরফে বলা হয়েছে, শিলিগুড়িতে চাকরী বা ব্যাবসা করার জন্য যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে বাংলা ভাষা শিক্ষায় সহযোগিতা করতে তাদের মধ্যে বর্ণপরিচয় বিলি করা হবে।
বাংলার প্রধান ভাষা বাংলা। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যমন্ডিত ভাষা হলো বাংলা ভাষা। বাংলার সেই মাতৃ ভাষার চর্চা এবং প্রসারে আওয়াজ তুলতে ধারাবাহিকভাবে তাঁরা নানা কর্মসূচি চালিয়ে যাবেন বলে বাংলা পক্ষের কর্মকর্তারা এদিন জানিয়েছেন।
