জলপাইগুড়ি জেলা পুলিশের মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদনঃ জলপাইগুড়ি জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা পুলিশের পক্ষ থেকে দুঃস্থ চা বাগান শ্রমিকদের মধ্যে বিতরণ করা হলো মশারি সহ শীতের কম্বল*
গত কয়েকদিন থেকেই জলপাইগুড়ি জেলায় ধীরে ধীরে বাড়ছে শীতের হিমেল হাওয়ার গতি।ঠিক তার সাথেই যেন পাল্লা দিয়ে বাড়ছে মশা বাহিত অসুখ ডেঙ্গিও।শহর , গ্রাম এবং চা বাগান এলাকা গুলি থেকে প্রায় প্রতিদিনই আসছে ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর,
শীত এবং ডেঙ্গি এই দুয়ের হাত থেকে রক্ষা পেতে রবিবার জলপাইগুড়ি শিকারপুর চা বাগানের দু:স্থ্ শ্রমিক পরিবারের মধ্যে রাজগঞ্জ থানার অধীনে বেলাকোবা ফাঁড়ির পক্ষ থেকে বিতরণ করা হয় মশারি এবং শীতের কম্বল। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপিস্থিত ছিলেন এলাকার বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন,রাজগঞ্জ থানার আই সি পিনাকী সরকার সহ এলাকার সাধারণ মানুষ।