চা বাগানে চোখ ও দাঁত পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা বেটার টুমোরো ফাউন্ডেশন – ২০১৭ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই মাসে দুটি করে চিকিৎসা শিবির আয়োজন করে আসছে। শুধু লকডাউনের কারণে মাঝখানে প্রায় এক বছর চিকিৎসা শিবির বন্ধ রাখা হয়েছিল। তবে এর মধ্যেই আবার শুরু হয়েছে স্বাস্থ্য শিবির। আর গত চার মাসের শিবিরগুলি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই শিবিরগুলি বিভিন্ন চা বাগানের অনেক ভিতরে গিয়ে আয়োজন করা হয়েছিল। এইসব শিবিরের মধ্যে ৪ টে শিবির ছিল চোখের এবং ৪ টে দাঁতের । আগস্ট থেকে নভেম্বর এর মধ্যে মোট ৮ টি শিবির করা হয়.. চা বাগানে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্র থাকে তবে সেইসব স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং দন্ত রোগ বিশেষজ্ঞ প্রায় থাকে না বললেই চলে। আবার চা বাগানের শ্রমিকরা বিভিন্ন কারণে শহরে এসে ডাক্তার দেখাতে পারেন না ফলে – দাঁত এবং চোখের ব্যাধি তাদের মারাত্মক আকার নেয়। সেই জন্যে এই সব শিবির চা বাগানের শ্রমিকদের উপকারে এসেছে। ..
এই সব শিবিরে ব্লাড প্রেসার এবং ব্লাড সুগার পরীক্ষার ব্যাবস্থাও ছিল