
নিজস্ব প্রতিবেদন ঃ মাটিগাড়ার বালাসন সেতু ক্ষতিগ্রস্ত অবস্থাতে থাকার জন্য বহু মানুষ সমস্যায়। শিবমন্দির মাটিগাড়ার বহু মানুষ বালাসন সেতু দ্রুত মেরামত করার পরামর্শ দিচ্ছেন। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক তথা শিবমন্দির নিবাসী সজল কুমার গুহও বৃহস্পতিবার এক বিবৃতিতে বালাসন সেতু দ্রুত মেরামত করার দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে সজলবাবু বলেছেন, বালাসন নদী যার উৎস বলা যায় মহানন্দা নদী,১৮ কিঃমিঃ উত্তরে সুকিয়া জোড়পাখরি থেকে এর সৃষ্টি, সেখান থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে শিলিগুড়ি এসে মহানন্দা নদীর সাথে মিলিত হয়েছে। পথে পোখরিয়াবঙ উপত্যকা,ধোতরাইয়া,আমবোটিয়া,বাংলা সন,নাগরি, মুন্ডা কোটি চাবাগান হয়ে সোনাদা তারপর শিলিগুড়িতে তার আগমন।বালাসন এর দক্ষিণ পাড়ে জোড়পাখরি বন্যপ্রাণ অভয়ারণ্য।
আদা, দারুচিনি, কমলালেবু, স্থানীয় মশলার চাষ হয় বালাসন নদীর চড় ঘেঁসে।
কথিত আছে বালাসন নামে এক মুনি ছিলেন এবং তার আশ্রম ছিল শিবমন্দির সৎসঙ্গ বিহার ও বিএড কলেজের আশেপাশে,এর বিস্তার ছিল গোসাইপুর পার হয়ে বর্তমান বুড়ি বালাসন নদী পর্য্যন্ত। উল্লেখ্য, শিবমন্দির এলাকায় এখনও মাটি খুঁড়লে বেরিয়ে আসে ছোট মাঝারি সাইজের পাথর,বালি যা সাধারণত নদীতে থাকে।
