শিলিগুড়ি থানায় রক্ত দান শিবির, মিত্র সম্মিলনীতে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে শনিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শিলিগুড়ি থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগ এর নাম দেওয়া হয়েছে উৎসর্গ। এর মাধ্যমে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর সমস্ত থানা, আউটপোস্ট এবং ট্রাফিক গার্ডে প্রতি শনিবার করে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। এদিন এই রক্তদান শিবির এর শুভ উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি জয় টুডু,এসিপি শুভেন্দু কুমার প্রমুখ।
অপরদিকে
নিঃশুল্ক_চক্ষু_ও_স্বাস্থ্য_পরীক্ষা_শিবির
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি বিধান রোড ব্যবসায়ী সমিতি ও বাবা লোকনাথ মিশনের যৌথ উদ্যোগে শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলঘরে শনিবার অনুষ্ঠিত হলো নিঃশুল্ক চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে বিনামূল্যে ওষুধ তুলে দেওয়া হয়।