স্বাধীনতার পর এই প্রথম, দুর্গম বক্সা পাহাড়ে এবার স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিবেদন ঃ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৬০০ ফুট উপরে অবস্থিত প্রত‍্যন্ত দূর্গম এলাকা আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ে শনিবার বক্সা ডুয়ার্স কমিউনিটি হেল্থ ইউনিটের উদ্বোধন হল । স্বাধীনতার পর এই প্রথম বক্সা পাহাড়ে হেল্থ ইউনিট উদ্বোধন হল । এতদিন বক্সা পাহাড়ে ছিলনা কোনো স্ব‍্যাস্থকেন্দ্র। কোনো কিছু হলে বক্সা পাহাড়ের ১৩টি গ্ৰামের বাসিন্দাদের কাঁধে করে পাহাড়ের সোরু আঁকা বাঁকা পথ বেয়ে সন্তলাবাড়ি পর্যন্ত নিয়ে আসা হত তারপর সেখান থেকে গাড়িতে করে হাসপাতালে আনতে হত। এলাকায় স্ব‍াস্থ্য পরিষেবা এতদিন ছিলনা বললেই চলে। এই প্রথম বক্সা পাহাড়ে হেল্থ ইউনিট উদ্বোধন হল । আপাতত তিন শয‍্যা বিশিষ্ট এই হেল্থ ইউনিট শুরু হলে পরবর্তীতে আরো বড় করে এখানে স্ব‍্যাস্থকেন্দ্র তৈরি হবে এবং তারজন্য ইতিমধ্যে ১৬ লক্ষ টাকা অনুমোদনও হয়েছে। এদিন বক্সা পাহাড়ের কম্যুনিটি হেল্থ ইউনিট উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এছাড়া সেখানে উপস্থিত ছিলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ, কালচিনি ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার ।
জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, এই হেল্থ ইউনিটে আপাততঃ একজন আশাকর্মী থাকবেন। এছাড়া সপ্তাহে একদিন একজন চিকিৎসক এসে আউটডোর পরিষেবা দেওয়ার কথাবার্তা চলছে।