অসম থেকেও এলেন কবি সাহিত্যিকরা, মেডিকেল মোড়ে সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ সাহিত্য সংস্কৃতি কবি মঞ্চ দার্জিলিং জেলা এবং কবি কাব্যমনি বোরার উদ্যোগে রবিবার সারাদিন ব্যাপী সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান হয় শিলিগুড়ি মেডিকেল মোড় স্থিত একটি হোটেলে।সেখানে অসম থেকে একদল কবি সাহিত্যিক লেখক উপস্থিত হন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ নিখিলেশ রায়। অনুষ্ঠান শুরু হয় প্রয়াত কিংবদন্তী সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। স্থানীয় কিছু গুনী মানুষকে অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। অধ্যাপক নিখিলেশ রায় সেখানে বলেন, বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতি বা জনজাতি আমাদের মধ্যে রয়েছেন। কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার মাধ্যমেই এক সমন্বয় বা পরস্পর মেলবন্ধনের সুন্দর পরিবেশ তৈরি হতে পারে। প্রত্যেক ভাষা সংস্কৃতি আলাদা হলেও প্রত্যেক ভাষা সংস্কৃতি থেকেই বহু কিছু শেখার রয়েছে।