
নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এবারে বিশ্ব এউডস দিবসের থিম হলো, মুছে যাক অসমতা, পরিসমাপ্তি হোক এইডস এর,অবসান ঘটুক অতিমারীর। এই ভাবনাকে সামনে রেখে বুধবার শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থানে নানান কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন। সংস্থার উত্তরবঙ্গ শাখার কর্মকর্তা তথা বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি জানিয়েছেন, বুধবার ফুলবাড়িতে এইডস সচেতনতায় তাঁরা ভিডিও শো দেখাবেন।কিছু কর্মসূচি রয়েছে শিলিগুড়ি খালপাড়ার নিষিদ্ধ পল্লী এলাকায়। জলপাইমোড়েও একটি এইডস সচেতনতায় স্টল খোলা হচ্ছে। বাগডোগরাতে এন এস এস ইউনিটের সহায়তায় হবে সচেতনতার কর্মসূচি।
#এইডস_আক্রান্তরা_অস্পৃশ্য_নন,
#বার্তা_ইংলিশ_বাজারের_বিধায়কের
নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস।এই বিশেষ দিনকে সামনে রেখে মঙ্গলবার এইডস আক্রান্তদের সঙ্গে নিজ বাস ভবনে সম্মিলিত হয়ে তাদের সুস্বাস্থ্য কামনা করে শপথ বাক্য পাঠ করালেন মালদার ইংলিশ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।বিধায়ক জানিয়েছেন, আমরা এইডস আক্রান্তদের অস্পৃশ্য করে রাখি। কিন্তু তাঁরা অস্পৃশ্য নন।এই ভ্রান্ত ধারণা দূর করতেই তিনি ওই কর্মসূচি নেন বিশ্ব এইডস দিবসের প্রাক্কালে।
