
নিজস্ব প্রতিবেদন ঃ মালদার আদিনা ডিয়ার ফরেস্টে পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। সম্প্রতি বনদপ্তরের পক্ষ থেকে পাখি সুমারির কাজ সম্পন্ন হওয়ার পর এমনই তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। এবছর আদিনা ডিয়ার পার্কে ভিন দেশ থেকে আসা পাখিদের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৭৫টি। যা গত বছরের থেকে অনেকটাই বেশি বলে জানিয়েছে বনদপ্তর। শীতের মরশুম শুরু হতেই বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখির দল ভিড় করে গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আদিনা ফরেস্টে। সেখানে পরিযায়ী পাখিরা প্রজনন ঘটিয়ে শীতের মরশুম শেষ হতেই আবার ফিরে যায় ভিনদেশে।
ইতিমধ্যে আদিনা ডিয়ার ফরেস্টে পরিযায়ী পাখিদের প্রজনন ঘটাতে প্রয়োজনীয় সব রকম উদ্যোগ নিয়েছে মালদার বিভাগীয় বনদপ্তর। পাশাপাশি ওই এলাকাতে রয়েছে ৬০ টিরও বেশী হরিণ । পরিযায়ী পাখিদের প্রজনন ঘটাতে যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে নানান ব্যবস্থা তৈরি করে ফেলেছে বনদপ্তর।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এশিয়ার মধ্যে শ্রীলংকা , মালয়েশিয়া এছাড়াও ইউরোপের মধ্যে সাইবেরিয়া, ফিনল্যান্ড , রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদের দল আদিনা ডিয়ার ফরেস্টে শীতের মরসুমে এসে ভিড় করে । এরপর সেখানেই প্রজনন ঘটে। শীত শেষ হতেই পুনরায় তারা ফিরে যায় ।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরই সেপ্টেম্বর মাস শুরু হতেই পাখিরা আদিনার ফরেস্টে আসে। পাঁচ থেকে ছয় মাস থেকে তারা চলে যায়।
আদিনায় এসে তারা বংশবিস্তার করে। চলতি মাসে আদিনা ফরেস্টে পাখি সুমারি করে বনদপ্তর। দেখা যাচ্ছে এবারে ঝাকে ঝাকে এসেছে পরিযায়ী পাখি। আদিনা ডিয়ার ফরেস্টে পাখি সুমারিতে পরিযায়ী পাখির সংখ্যা ২৩ হাজার ১৭৫।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি বছর বর্ষার মরশুম শেষ হতেই প্রথমে এক ঝাঁক পাখির দল আদিনা ডিয়ার ফরেস্টে আসে। তারপরে ঝাকে ঝাকে পাখি এই ফরেস্টে আসতে শুরু করে। আদিনা ফরেস্টে এখন শুধু পাখিদের কিচিরমিচির শোনা যায় । প্রায় ৭ হেক্টর জমি নিয়ে আদিনা ফরেস্টটি গড়ে উঠেছে। এক হাজারেরও বেশি গাছ রয়েছে সেখানে।
বনদপ্তরের মালদার বিভাগীয় আধিকারিক সিদ্ধার্থ বি. জানিয়েছেন, পরিযায়ী পাখিদের রক্ষা করার জন্য আমাদের বনদপ্তরের কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন। এই বছরও পাখির সংখ্যা ২৩ হাজার ১৭৫ টি। গত কয়েক বছরের থেকে এবছর পরিযায়ী পাখিদের সংখ্যা অনেকটাই বেড়েছে।
