
নিজস্ব প্রতিবেদন ঃ বাংলার হস্ত শিল্পীদের আরও বেশি উন্নয়নের স্বার্থে এবার ভিন রাজ্যেও বাংলার হস্ত শিল্প মেলার উদ্যোগ নেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার একথা জানান রাজ্যের ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এদিন থেকে শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালী বিশ্ব বাংলা শিল্পী হাটে হস্তশিল্প মেলার উদ্বোধন হয়৷ এদিন ওই মেলার উদ্বোধন করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের সেচ, উত্তরবঙ্গ উন্নয়ন, জলসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী ইয়াসমিন সাবিনা, তপসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেনী কল্যান প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক ও শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব সহ অন্যান্যরা। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এই হস্তশিল্প মেলা চলবে৷ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ৩০০ শিল্পী ওই মেলায় অংশগ্রহণ করেন ।
