কেন্দ্রীয় সরকারের ছত্রছায়ায় শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের সর্বাধুনিক শহরে রুপ দিতে চায় বিজেপি, জানালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

নিজস্ব প্রতিবেদন ঃ কেন্দ্রীয় সরকারের ছত্রছায়ায় রাজ্য সরকারের সহযোগিতায় শিলিগুড়ি শহরকে তাঁরা উত্তর পূর্ব ভারতের সর্বাধুনিক শহরে রুপ দিতে চান। দেওয়াল লিখন শুরু করে মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিকদের কাছে এই কথা জানান বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন বিজেপির বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ এবং আনন্দময় বর্মন শিলিগুড়ি পুরভোটের দেওয়াল লিখনের প্রচার শুরু করেন। সেই সময় বিজেপি নেতা তথা শিলিগুড়ির বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ বলেন, লোকসভা বিধান সভার মতোই পুরভোটেও শিলিগুড়ির মানুষ বিজেপির সঙ্গে থাকবেন। আর বাম কংগ্রেস এই নির্বাচনে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে অন্যদিকে তৃনমূলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করে একমাত্র উন্নয়ন করতে পারে বিজেপি বলেও মন্তব্য করেন শঙ্করবাবু।