
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির বিশিষ্ট সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী, মেয়র ও বিধায়ক শিলিগুড়িতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। মঙ্গলবার শিলিগুড়িতে দেখা যায় যে অশোকবাবু আবারও ভোট প্রচারের কাজে নেমেছেন।এদিন জেলা বামফ্রন্ট যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে দেখা যাচ্ছে অশোকবাবুর নাম রয়েছে ৬ নম্বর ওয়ার্ডে। জেলা বামফ্রন্ট যে সব ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে সেই সব ওয়ার্ড হলো এক নম্বর ওয়ার্ডে আর এসপির বিশ্বজিৎ রায় ওরফে চুন্নু, দুনম্বর ওয়ার্ডে সিপিআইএমের স্নিগ্ধা হাজরা, চার নম্বর ওয়ার্ডে সিপিআই এমের সৌরভ সরকার, পাঁচ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের রিনা যাদব, ছয় নম্বরে অশোক ভট্টাচার্য, নয় নম্বরে ফরওয়ার্ড ব্লকের মোহন মন্ডল, দশ নম্বরে সিপিআইএমের সুরজ কুন্ডু, তেরো নম্বরে সিপিআইয়ের রমন তুলি, সতেরো নম্বরে সিপিআইএমের জয়িতা মিত্র ওরফে জয়া, আঠারো নম্বরে দীপক সাহানি, উনিশ নম্বরে মৌসুমি হাজরা, কুড়ি নম্বরে অঞ্জনা দে, বাইশ নম্বরে দীপ্ত কর্মকার, তেইশে অয়ন্তিকা চক্রবর্তী ওরফে মৌ, চব্বিশে ইন্দ্রজিৎ চন্দ ওরফে ছোটকা, সাতাইশে সুদীপ ভট্টাচার্য ওরফে তুফান, আঠাশে অপর্না দলুই, উনত্রিশে শরদিন্দু চক্রবর্তী, ত্রিশে মঞ্জু কর্মকার, একত্রিশে বানী বর্মন, বত্রিশে বিধায়ক চন্দ্র দাস, তেত্রিশে অসীম সাহা, চৌত্রিশে গোলাপ রায়, পয়ত্রিশে শেফালি ভট্টাচার্য, ছত্রিশে বরুন তালুকদার, সাইত্রিশে নকুল চন্দ্র সরকার, আটত্রিশে তাপস দাস, উনচল্লিশে প্রিয়া দে, চল্লিশে বিপ্লব দত্ত, একচল্লিশে নরেশ সিং, বিয়াল্লিশে সুনীতা ঘিসিং, তেতাল্লিশে সুরেন্দ্র শর্মা, চুয়াল্লিশে মহুয়া ভট্টাচার্য, পয়তাল্লিশে মুকুল সেনগুপ্ত এবং ছেচল্লিশে পরেশ চন্দ্র সরকার।
