
নিজস্ব প্রতিবেদন ঃ অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে শিলিগুড়ি পুরসভার নির্বাচনে ১২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন নান্টু পাল । আর নান্টুবাবুর স্ত্রী মঞ্জুশ্রী পাল বিজেপির টিকিটেই প্রার্থী হচ্ছেন ১১নম্বর ওয়ার্ড থেকে। আবার বিজেপির বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ আবারও বিজেপির টিকিটেই ২৪ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছেন। বুধবার বিকালে শিলিগুড়ি বিজেপির কার্যালয়ে দলের সাংসদ রাজু বিস্তের উপস্থিতিতে দলের নেতা রথিন বোস, বিধায়ক আনন্দময় বর্মন ওই প্রার্থী তালিকা ঘোষণা করেন।বিজেপির প্রাক্তন কাউন্সিলর মালতি রায় ৪৬ নম্বর ওয়ার্ড থেকে আবারও প্রার্থী হচ্ছেন। সিপিএমের প্রাক্তন কাউন্সিলর শালিনী ডালমিয়া বিজেপিতে যোগ দিয়ে আট নম্বর ওয়ার্ড থেকে এবার বিজেপির প্রার্থী হয়েছেন।এক থেকে সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী তালিকা এরকম, এক নম্বর ওয়ার্ড কানাইয়া পাঠক, দুই নম্বর ওয়ার্ড বানী পাল, তিন নম্বরে বিনোদ গুপ্তা,চার নম্বর বিবেক সিং, পাঁচ নম্বর অনিতা মাহাতো, ছয় নম্বর নূরজাহান আনসারি, সাত শকুন্তলা মিশ্র, আট শালিনী ডালমিয়া, নয় অমিত জৈন, দশ প্রসেনজিৎ পাল, এগারো মঞ্জুশ্রী পাল,বারো নান্টু পাল, তেরো ভূষন জৈন, চৌদ্দ মাধবী মুখার্জি, পনেরো রাজু সাহা, ষোলো শিবেন্দু দত্ত, সতেরো শিপ্রা পাল,আঠারো রাজু সেনগুপ্ত, উনিশ ত্রিদিব সাহা, কুড়ি পলাবালা মজুমদার, একুশ সুমন সরকার, বাইশ শ্যামাশঙ্কর রক্ষিত, তেইশ শর্মিষ্ঠা দে সরকার, চব্বিশ শঙ্কর ঘোষ, পঁচিশ আদিত্য মোদক, ছাব্বিশ অনিন্দিতা রায় দাস, সাতাশ রনবীর মজুমদার, আঠাশ শ্রীমতি জ্যোতিপ্রসাদ ভগৎ,উনত্রিশ প্রসেনজিৎ সাহা,ত্রিশ রিঙ্কু দত্ত,একত্রিশ রিঙ্কু বাগচি, বত্রিশ কাজল দাস, তেত্রিশ পরিমল সূত্রধর, চৌত্রিশ রতন দাস, পঁয়ত্রিশ অর্পিতা দাস, ছত্রিশ পার্থ বৈদ্য, সাইত্রিশ অমৃতা পোদ্দার, আটত্রিশ নিত্যানন্দ পাল,উনচল্লিশ অরুন্ধতী ঝা,চল্লিশ দিলীপ রায়,একচল্লিশ জুলি তামাং,বিয়াল্লিশ কিরসোনিয়া কিন্ডো, তেতাল্লিশ ডঃ শচীন প্রসাদ, চুয়াল্লিশ ইতি আচার্য, পয়তাল্লিশ দীনেশ সিং, ছেচল্লিশ মালতি রায় এবং সাতচল্লিশ নির্মল বাগচি
